কাস্টমস অগ্রিম রুলিং শুধু পণ্যের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। কাস্টমস রুলিং (অগ্রিম) রুলস্, ২০১৬ জারিকরনের মাধ্যমে ০২ জুন, ২০১৬ ইং হতে অগ্রিম রুলিং ব্যবস্থা চালু রয়েছে। অগ্রিম রুলিং বিধিমালা ডাউনলোড করতে ডান পাশে রক্ষিত ডাউনলোডযোগ্য লিংক-এ ক্লিক করুন।
পণ্যের শ্রেণীবিন্যাস বিষয়ে অগ্রিম রুলিং আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পণ্যের শ্রেণীবিন্যাস বিষয়ে অগ্রিম রুলিং পেতে হলে আবেদনের সাথে নিম্নলিখিত তথ্য ও ডকুমেন্টস দাখিল করিতে হইবে:
১. আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট/ জন্মসনদ (ব্যক্তির ক্ষেত্রে);
২. প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র জমা প্রদানের ক্ষেত্রে প্রতিনিধিত্ব পত্র (Authorisation letter);
৩. ঋণপত্র অথবা কন্ট্রাক্ট এবং প্রো-ফরমা ইনভয়েস অথবা ক্রয়াদেশ (যেক্ষেত্রে প্রযোজ্য);
৪. পণ্যের অন্যান্য বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কিত (special features) দলিলাদি;
৫. পণ্যের গঠন (composition) বিষয়ক তথ্য/ লিটারেচার;
৬. পণ্যের টেকনিক্যাল স্পেসিফিকেশন বিষয়ে তথ্য/ লিটারেচার;
৭. পণ্যের ব্রোশিওর / লিটারেচার (প্রযোজ্য ক্ষেত্রে);
৮. পণ্যের অর্থবোধক ছবি, স্কেচ, ডিজিটাল ছবি, ফ্লো-চার্ট ইত্যাদি (প্রযোজ্য ক্ষেত্রে);
৯. পণ্যের ফরম বা প্রকৃতি সম্পর্কিত প্রমাণ/ দলিলাদি যেমন-পণ্য পাউডার, তরল বা aqueous solution, কোন ফরম-এ আছে;
১০. ইংরেজী ব্যতীত অন্য কোনো বিদেশী ভাষায় পণ্যের স্পেসিফিকেশন শীট দলিলের ক্ষেত্রে তা ইংরেজী/বাংলায় অনুবাদ করতে হবে;
১১. পণ্যের নমুনা (প্রযোজ্য ক্ষেত্রে); এবং
১২. পণ্য সম্পর্কিত যে সকল তথ্য গোপনীয় রাখতে হবে তার সুর্নিদিষ্ট উল্লেখ (প্রযোজ্য ক্ষেত্রে)।